ডাকসু নির্বাচন
এই বিজয় হিজাবী-নন হিজাবী, সবার: জুমা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তাদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে নির্বাচিত হয়েছেন ফাতিমা তাসনিম জুমা। তার এ বিজয়কে তিনি হিজাবী বা নন হিজাবী নারী কিংবা সবার বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বিজয় অর্জনের অনুভুতি প্রকাশ করেন এবং এ বিষয়ে মন্তব্য করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর।এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।
তিনি আরও বলেন, যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।