রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

মো. পিয়াস উদ্দীন ও হৃদয় সরকার
মো. পিয়াস উদ্দীন ও হৃদয় সরকার  © সংগৃহীত

প্রথমবারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই আংশিক কমিটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. পিয়াস উদ্দীনকে সভাপতি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের হৃদয় সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে।

১৪ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

আংশিক কমিটিটিতে দায়িত্ব পাওয়া অন্য নেতারা হলেন মাহফুজ আলম সুমদ্র (সিনিয়র সহসভাপতি), মো. হারিবুর রহমান (সহসভাপতি), হৃদয় গাজী (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মো. বায়েজিদ বোস্তামী মনির (যুগ্ম সাধারণ সম্পাদক), স্বপন মিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), আকাশ রায় (যুগ্ম সাধারণ সম্পাদক), মীর সাব্বির রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সাব্বির হাসনাত রাব্বি (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আব্দুল মমিন (যুগ্ম সাধারণ সম্পাদক), মেহেদী হাসান আবিদ (সাংগঠনিক সম্পাদক), মো. মেহেদী বিন হাসান (দপ্তর সম্পাদক), আয়েশা ইয়াসমিন (ছাত্রী বিষয়ক সম্পাদক), জাহিদ হাসান রনি (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক)।

এর আগে বিগত ২০ ফেব্রুয়ারি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুন: চবির প্রশাসনিক ভবনে তালা, ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. পিয়াস উদ্দীন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় ত্যাগী ও মেধাবী নেতৃত্বকে মূল্যায়ন করে আসছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলও এর ব্যতিক্রম নয়। আমরা বিশ্বাস করি, এই নবগঠিত কমিটি শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’

বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অন্য নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সম্পাদক হৃদয় সরকার বলেন, ‘ছাত্রজীবনের সবচেয়ে বড় দায়িত্ব জ্ঞানার্জনের সঙ্গে যুক্ত থাকা। আশা নয় বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা কেউ এই পথ থেকে বিচ্যুত হবে না। জাতীয়তাবাদের চেতনায় উদ্ধুব্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটি শিক্ষার্থী ও এ দেশের মানুষের মঙ্গলের চিন্তায় সর্বদা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ বলে আমি বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গড়া এবং স্থায়ী ক্যাম্পাস বিনির্মাণে কাজ করাই আমাদের প্রথম ও প্রধান কাজ। ইনশাআল্লাহ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলই হবে দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত এবং দেশের অন্যতম প্রাণোচ্ছল একটি ইউনিট।’


সর্বশেষ সংবাদ