পদত্যাগের পর নুর নবীকে অব্যাহতি দিল গণতান্ত্রিক ছাত্র সংসদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৯ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক মো. নুর নবীর পদত্যাগের পর এবার তাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত জরুরি এক নোটিশের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নোটিশে বলা হয়, সাধারণ সভা, ও সাংগঠনিক কাজে কোনো কারণ ছাড়া অনুপস্থিতি এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরেও জবাব না দেওয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক মো. নুর নবীকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের নির্দেশনায় মো. নুর নবীকে সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে শনিবার শাহবাগ মোড়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপাড়ায় বসে সংগঠন চালানো, আর্থিক অসংগতি ও জুলাই ঐক্যে বিভক্তি সৃষ্টি ও বসুন্ধরা গ্রুপ থেকে সহায়তা নেওয়ার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা হুমকির অভিযোগ তুলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান সমন্বয়ক মো. নুর নবী।