আগাম দুঃখ প্রকাশ করল ছাত্রদল

০২ আগস্ট ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ আগামীকাল রবিবাার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া তীব্র যানজট ও  জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। আজ শনিবার (২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদলের শীর্ষ নেতারা। 

বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, গত জুন মাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা করা হয়। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিল দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, এ দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে ছাত্রদল ছিল একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এ গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের (৩ আগস্ট) যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।

 নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা করেন এবং একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে ছাত্রদল আরও অধিকতর সচেতন থাকবে বলে বিবৃতিতে প্রতিশ্রুতি দেন ছাত্রদলের শীর্ষ নেতারা।

কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬