ছাত্রলীগের ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে জাবি ছাত্রদল আহবায়কের মামলা 

জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর
জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর  © টিডিসি সম্পাদিত

২০১৫ সালের হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তাঁরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

আসামিরা হলেন—আসিফ আহমেদ (রসায়ন ৩৯), মোহাম্মদ নাজিমুল ইসলাম ওরফে বোরন (অর্থনীতি ৪২), মো. আমান উল্লাহ (দর্শন ৪২), মো. জায়মান আলী প্রিন্স (প্রত্নতত্ত্ব ৪২), মোহাম্মদ কৌশিক রহমান (লোক প্রশাসন ৪২), মো. শাহরুখ শাহরিয়ার ওরফে সৌমিক (লোক প্রশাসন-৪২), মোহাম্মদ ইয়াসিন (ভুগোল ও পরিবেশ বিজ্ঞান ৪২) এবং মোহাম্মদ হাবিবউল্লাহ (লোক প্রশাসন ৪২)।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে রসায়ন বিভাগের স্নাতকোত্তর টিউটোরিয়াল পরীক্ষা শেষে আসিফ আহমেদের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিভাগের গ্যালারিতে প্রবেশ করে জহির উদ্দিন বাবরের ওপর হামলা চালায়। তাকে টেনে-হিঁচড়ে ভবনের সামনে এনে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় লোহার রড ও পাইপ দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে তারা। 

এ ছাড়া নাজিমুল ইসলাম ওরফে বোরন তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে বাবরের ডান পায়ে আঘাত করেন, ফলে পায়ের হাড় ভেঙে যায়। পরে সহপাঠীদের সহায়তায় তিনি প্রথমে জাবি মেডিক্যাল সেন্টারে, পরে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

আরও পড়ুন: সমাবেশের জন্য ট্রেন ভাড়া করল ছাত্রদল

মামলার বাদী জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে মারাত্মকভাবে আহত করা হয়। আমার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করা হয়েছে। তখন দেশের বৈরি রাজনীতিক পরিবেশের কারণে আমি আইনগত পদক্ষেপ গ্রহন করতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘আমি আশুলিয়া থানায় মামলা দায়ের করেছি। আমার প্রত্যাশা আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!