গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ

দুধ দিয়ে গোসল করছে ফাইম ভূঁইয়া
দুধ দিয়ে গোসল করছে ফাইম ভূঁইয়া  © টিডিসি

গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করে।

পদত্যাগ করা ওই নেতার নাম ফাইম ভূঁইয়া (১৬)। সে উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে।

ফাইম বলেন, “আমার অজান্তে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করছি।’

সে অভিযোগ করে, ‘আমার নাম ছাত্রলীগে জড়ানো হয়েছে আমাকে ও আমার পরিবারকে হেয় করার জন্য। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি আগামী বছর এসএসসি পরীক্ষা দেব।’

আরও পড়ুন: কথা কাটাকাটির জেরে রাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৮

ফাইম আরও বলে, ‘আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি এমন একটি সংগঠনের অংশ হতে চাই না, যেটা নিয়ে এত বিতর্ক।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ এটিকে ‘প্রতীকী প্রতিবাদ’ হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে নাটকীয় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ