শুক্রবার হাতিরঝিলে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো

১৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিতব্য হাতিরঝিলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচারপত্র

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিতব্য হাতিরঝিলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচারপত্র © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ পরিবেশনা এবং প্রিলিউডভিত্তিক ড্রোন শো।

সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এদিন ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’ উপলক্ষে প্রদর্শিত হবে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ এবং ‘জুলাই বীরগাঁথা’। অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণও থাকবে।

চলচ্চিত্র প্রদর্শনীর পর মঞ্চে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’। এতে গান গাইবেন শিল্পী সেজান, তাশফি ও সানি। সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল র‌্যাপার কালেক্টিভ ও আর্টসেল।

শেষ পর্বে প্রদর্শিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউড’ ভিত্তিক ড্রোন শো, যেখানে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ঐতিহাসিক নানা মুহূর্ত।

স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হবে বলে আশা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬