মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশালমিছিল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:৫০ PM
মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যা এবং সারা দেশে রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে মশালমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘ইন্টেরিম সরকারের আমলে পুলিশ ব্যবস্থা ও জননিরাপত্তা দেখে মনে হয়, এটি শেখ হাসিনার আমলের পুলিশ। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দেন, দেশকে পোস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে। তার থেকে এমন পোস্ট আমাদের ব্যথিত করে। যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে দুই দিন আগে। কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল। মেইনস্ট্রিম মিড়িয়ার কাছে এই ভিডিও চিত্র ছিল। কিন্তু তারা ভিডিও প্রকাশ করেনি।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি হাসিনার আমলের মিড়িয়াগুলোকে কীভাবে কবজা করে রেখেছিল। কিন্তু এখন হাসিনা চলে গেলেও মিডিয়াগুলো বোল পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলের কোলে স্থান করে নিয়েছে। গণমাধ্যম যেন স্বাধীনভাবে চলতে পারে, সেই দায়িত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা মাহফুজ আলমের। তিনি ছাত্রদের মেন্ডেড নিয়ে ক্ষমতায় বসেছেন। তাই তাকে বলব, গণমাধ্যম যেন স্বাধীন ভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করার দায় দায়িত্ব আপনার। আপনারা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।’
আরও পড়ুন: আড়াই মাসে নিভে গেল বিশ্ববিদ্যালয়পড়ুয়া ২১ শিক্ষার্থীর প্রাণ—নেপথ্যে আত্মহত্যা, হত্যাকাণ্ড ও দুর্ঘটনা
স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে রিফাত রশিদ বলেন, “আগের স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের জন্য তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাই আপনিও সাবধান হন। ফেসবুকে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের ভিডিও দেখা যায়, কিন্তু আপনার যে প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেটির ক্ষেত্রে আপনি সাড়ে ৩২ পেয়ে ফেল করেছেন। কারা হত্যা করে, কারা ধর্ষণ করে, কারা চাঁদাবাজি করে, এটা আপনি জানেন। আপনার উচিত ছিল ২৪ বা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ব্যবস্থা নেন, অন্যথায় ছাত্র-জনতার পক্ষ থেকে ‘আসসালামুয়ালাইকুম’, অর্থাৎ আপনি বিদায় নিতে পারেন।”
সমাবেশে বক্তারা আরও বলেন, ‘আমরা জুলাইও দেখেছি, আগস্টও দেখেছি। এমন পরিস্থিতি করবেন না যে আবার আগস্ট আসতে বাধ্য হয়। আমরা ছাত্রসমাজ এখনো রাজপথে আছি। আবার যদি কেউ নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়, আমরা এটা শক্ত হাতে প্রতিরোধ করব।’