মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২ জুলাই ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৪৯ PM
জাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ

জাবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ © টিডিসি

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকে সঞ্চালনায় নেতাকর্মীরা মিটফোর্ডে ব্যবসায়ী ও খুলনায় যুবদল নেতা হত্যাসহ সব হত্যার বিচার দাবি করেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ব্যর্থ হয়েছে বলে জানান তারা।

ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী এক বছরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রথম থেকেই এসব হত্যা, ধর্ষণের বিচার করত, তাহলে কেউ এ ধরনের মব কালচারের পুনরাবৃত্তি করার দুঃসাহস দেখাত না। দেশের বিভিন্ন স্থানে একাধিক মবের ঘটনা ঘটলেও শুধু মিডফোর্টের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদলকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

‎তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী, গুম, খুন, হত্যার সঙ্গে জড়িত তাদের কোনো দল নেই। তারা সুবিধাভোগী। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘খুনি হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর আমরা ভেবেছিলাম দেশ থেকে ফ্যাসিজমের মুক্তি হবে। সব গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার সঠিক বিচার হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির ফলে আগের চেয়েও বেশি বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে গেছে। অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিটি খুনকে আমরা একটি দল ও মত দিয়ে বিচার করছি, যেটা কখনোই আমরা পারি না। একটি হত্যাকে সব সময় হত্যা হিসেবেই বিচার করা উচিত, হত্যাকারী যে কোন দলের কর্মী হতে পারে।’

তিনি আরও বলেন, ‘গত ৯ জুলাই মিটফোর্ডে যে হত্যাকান্ড সংঘটিত হয়েছে, এর সঙ্গে বিএনপির নামকে জড়ানো হচ্ছে। কিন্তু বিএনপি কখনোই এ হত্যাকে সমর্থন করে না, বরং তাদের বহিষ্কারের পর ইন্টেরিম সরকারকে দ্রুত সময়ের মধ্যে এর বিচারের অনুরোধ করেছে। এ ছাড়া গতকাল খুলনাতে যুবদল নেতাকে গুলি করে, পরবর্তী সময়ে রগ কেটে হত্যা করা হয়েছে। আমরা মনে করি, প্রতিটি হত্যারই বিচার হওয়া দরকার।’

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন, যা বললেন চেয়ারম্যান
  • ২১ জানুয়ারি ২০২৬
কপাল খুলতে যাচ্ছে ১-৫ম গণবিজ্ঞপ্তির এমপিও না হওয়া শিক্ষকদের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল দেখবেন যেভাবে
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9