পাথর মেরে হত্যা

জড়িত কর্মীদের বহিষ্কারের পর এবার বিক্ষোভ করবে ঢাবি ছাত্রদল

১১ জুলাই ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৪:৩৯ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © টিডিসি

চকবাজারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের বহিষ্কারের পর এবার তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই মিছিল বের হবে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এটি শেষ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা চলছে। ওই ঘটনায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনেই টেনে আনা হয় লাশ। মৃত্যু নিশ্চিতের পরে মুখে থাপড়ায় একজন। লাশের ওপর লাফিয়ে উঠেন দু’জন। এছাড়া ওই সময় একজনকে লাশে লাথি দিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন এমন ভিডিও ভাইরাল।

হত্যার ঘটনার পর পুরান ঢাকার চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাসকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার (১১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার অধীনস্থ চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপু দাসকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

যদিও পাথর মেরে হত্যার ঘটনা ছড়িয়ে পড়ার পরই কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তার নিজ আইডিতে চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিবের বহিষ্কারাদেশের একটি বিজ্ঞপ্তি শেয়ার করলেও পরবর্তীতে তা সরিয়ে নেয়। এ বিষয়ে জানতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে ফোনে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ছাত্রদলের এক সহ-সভাপতি বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্রদল থেকে বহিষ্কারের ওই বিজ্ঞপ্তিটি শেয়ার করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান রিংকু লিখেছেন, সত্য চিরকালই সুন্দর তার চেয়েও বেশী সুন্দর ন্যায় বিচার। বিএনপি সত্যতা স্বীকার করলো; কিন্তু প্রশাসন কি ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে? আমরা চাই দৃষ্টান্তমূলক বিচার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেলের দ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনেও শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
  • ১৯ জানুয়ারি ২০২৬
উইলিয়ামসনসহ অন্যদেরও বিপিএলে আনার ইচ্ছা নিশামের
  • ১৯ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত সকল মাদরাসার প্রধানের শূন্যপদের তথ্য পাঠানোর নির…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9