মাদারীপুরে বৈষম্যবিরোধী নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মাসুম বিল্লাহর ওপর সন্ত্রাসীর হামলার ঘটনায় অপরাধীদের বিচার ও কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে পৌর শহরের শুকনি লেক শহীদ কানন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশ নেন স্থানীয় ছাত্রসমাজ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ন্যায়সংগত প্ল্যাটফর্ম এবং এর নেতাদের ওপর হামলা কাপুরুষোচিত কাজ। আমরা এ ধরনের হামলা কিছুতেই বরদাশত করব না এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। যদি সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা এর চেয়ে বড় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করব। ৫ আগস্টের পর প্রশাসনদের আমরা বাঁচিয়েছি। তারা আমাদের বিষয়টি যদি না দেখে। তাহলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। আমাদের এক ভাইয়ের রক্ত ঝরেছে এই রক্ত শুধু তার একা ঝরেনি। ঝরেছে আমাদের সব ছাত্র ভাইদের।’
মানববন্ধন থেকে হামলার শিকার ছাত্রনেতার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সামাজিক সংগঠন মাতৃভূমির চেতনা মনজুর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অনিক, সব্যসূচি মুখপাত্র তুষার, ছাত্রশিবির প্রতিনিধি মুশফিক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতব্বর, ছাত্রশিবির নেতা সাব্বির মাহমুদ, কলেজ ছাত্রদলের নেতা মুনতাসির মির্ধা, ছাত্র প্রতিনিধি সায়িমসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ জুন বিকেল শহরের ভূইয়া কমিউটিনি সেন্টারের সামনে মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।