জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১২:০৬ AM

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (৪ জুলাই) এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাগ্রত থাকবে এখানকার মানুষের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। জুলাই জাগ্রত থাকবে আমাদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনে জুলাইয়ের শিক্ষাকে চর্চার মধ্য দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, তা ভবিষ্যতের সকল লড়াই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। আমরাও যুগে যুগে এই লড়াইকে স্মরণ করব, স্মরণ করব এই লড়াইয়ের শহীদদের। আমাদের সংগঠন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে, তাতে সব শ্রেণি-পেশার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাই।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচিগুলো হলো ১-১৫ জুলাই: শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ; ১৬ জুলাই: দেশব্যাপী শহীদ আবু সাঈদ দিবস পালন ও শহীদের স্মরণ; ১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী , চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র্যালি ইত্যাদি; ২৬ জুলাই: ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের একপর্যায়ে কারফিউ জারি করে। সাংস্কৃতিক কর্মীরা ছাত্র-জনতা সঙ্গে নিয়ে কারফিউ ভেঙে গানের মিছিল আয়োজন করে।ঐদিনকে স্মরণ করে আয়োজিত হবে ‘কারফিউ ভাঙ্গার গান ও ৯ আগস্ট ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশ- ‘জুলাই জাগরণী’ অনুষ্ঠিত হবে।