২০ দিনের মাথায় স্থগিত কুমিল্লা দক্ষিণ ছাত্রদলের কমিটি, সভাপতির আবেগঘন বার্তা
- ড্যাফোডিল প্রতিনিধি
- প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৭:০১ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:২০ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সদ্যঘোষিত কমিটি মাত্র ২০ দিনের মাথায় স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৫ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি করে ৬ সদস্যের আংশিক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়। কিন্তু মাত্র ২০ দিনের ব্যবধানে কমিটি স্থগিতের ঘটনায় সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কমিটি স্থগিতের পর কাজী জোবায়ের আলম জিলানী ফেসবুকে একটি আবেগঘন পোস্টে লেখেন, 'সম্মানিত কুমিল্লা দক্ষিণ জেলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। আমার সালাম, আদাব ও শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের ভাই, বন্ধু ও সহপাঠী। কৈশোর থেকে শুরু করে আজ অবধি আপনাদের সুখ, দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক আন্দোলন সংগ্রামে নিজেকে নিবেদিত রেখেছি। সময়ের প্রেক্ষাপটে জটিল, কণ্টাকাকীর্ণ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য সন্তর্পণে সচেষ্ট থেকেছি।'
তিনি বলেন, 'কোনোদিন, কষ্মিনকালেও বিনিময় আশা করিনি। নিজের প্রাপ্যতা থেকে নির্দ্বিধায়, নিসংকোচে নিজেকে বিলিয়ে দিয়ে লোকচক্ষুর অন্তরালে অখ্যাতদের বিখ্যাত করার প্রয়াস ছিল, আমার সামাজিক, সংঘতি ও ভারসাম্যের ক্ষেত্রে একটি মজবুত ভিত্তি তৈরি করা। সর্বাবস্থায় সর্বক্ষেত্রে পারিপার্শ্বিক উন্নয়ন তরান্বিত করার প্রায়াস মাত্র। নিজেকে সামনের সারিতে নিয়ে যাওয়া, ইতিহাসের নায়করূপে প্রতিষ্ঠা পাওয়া কোনোদিন কল্পনায়ও আনিনি, ভাবিনিও।'
তিনি আরও বলেন, 'আপনাদের প্রতি আমি কাজী জোবায়ের আলম জিলানী অশেষ কৃতজ্ঞতায় জানাচ্ছি যে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে জেলা ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের কোনও কর্মীকে হতাশ না হওয়ার অনুরোধ জানাচ্ছি।'
এ নেতা বলেন, 'আমি জানি, দলের এই সিদ্ধান্ত আপনাদের মনে কষ্ট দেবে। অনেকেই সহজে মেনে নিতে পারবেন না। আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, দলীয় সিদ্ধান্তের বিষয়টি সহজভাবে মেনে নেওয়ার জন্য। আমি আপনাদের সাথে আছি, থাকব। যতদিন সুস্থ শরীরে বেঁচে থাকব, ঠিক ততদিনই পাশে থাকব ইনশাআল্লাহ্। আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি।'
দুই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল শিক্ষা মন্ত্রণালয়
উল্লেখ্য, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দেয়। স্থানীয় নেতা-কর্মীরা কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেন। তাদের অভিযোগ ছিল, কমিটিতে অছাত্র, বিবাহিত, ব্যবসায়ী, প্রবাসী ও অন্যান্য অনুপযুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মর্মাহত করেছে।
কমিটি স্থগিতের কারণ সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি গঠনে অসন্তোষের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ত্যাগী ও প্রকৃত ছাত্র নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়।