যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের ওপরই হামলা হচ্ছে: আনু মুহাম্মদ

৩১ মে ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
ঢাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন আনু মুহাম্মদ

ঢাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন আনু মুহাম্মদ © টিডিসি

অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে, যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের ওপরই হামলা হচ্ছে। 

শনিবার (৩১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ‘নাগরিক সংহতি সমাবেশ’ আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। এ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। 

সমাবেশে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললে ইসলামবিরোধী অপপ্রচারের ট্যাগ লাগিয়ে তাদের দমন করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

আনু মুহাম্মদ আরও বলেন, মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়া হচ্ছে এবং এর প্রতিবাদ জানালে কিছু ছাত্র সংগঠন গণতন্ত্রকামী শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে। নারীদেরকে টার্গেট করে তারা হামলা করছে। যখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা হয় সেটাকে ইসলামবিরোধী কথা বলে অপপ্রচার চালায়। ধর্মকে ব্যবহার করে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার দুই কেন্দ্রের হেল্প ডেস্কে ছাত্রদল-যুবলীগের হামলা, শিবিরের আহত ৯

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাপরাধী আজহারের খালাসের প্রতিবাদে মশাল মিছিলে ছাত্র শিবির দুই দফা হামলা চালায়। ১৯৯৩ সালে শহীদ রিমুর হত্যার মতোই আজ আবার শিবির সন্ত্রাস শুরু করেছে। রাবিতে সন্ত্রাসের এই নবতর ধারা যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো বিপন্ন হতে বাধ্য।

তিনি আরো বলেন, ছাত্ররাজনীতিকে দখলের হাতিয়ার বানিয়ে যারা ক্যাম্পাসে সহিংসতা ছড়াচ্ছে, তাদের প্রতিরোধে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।

জকসু নির্বাচন: ক্যাম্পাস ঘিরে জড়ো হচ্ছে বিএনপি-জামায়াতের নে…
  • ০৬ জানুয়ারি ২০২৬
রাজধানীতে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর ঝুল…
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ০৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী
  • ০৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, আবেদন শেষ ১০ জানুয়াারি
  • ০৬ জানুয়ারি ২০২৬