শহীদ ওয়াসিমের নামে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের তথ্যসেবা কেন্দ্র
- রাজশাহী কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:৩৮ AM
আট বছর পর আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজে ভর্তি পরীক্ষায় গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের নামে ‘সেবা ও তথ্যকেন্দ্র’ খুলে ভর্তিচ্ছুদের সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখা।
আজ শনিবার (৩১ মে) এ সেবা দেওয়া হয়।
শহীদ ওয়াসিমের নামে তথ্যকেন্দ্র খোলার বিষয়ে ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘ছাত্ররাজনীতির ভিন্নমত থাকতেই পারে, কিন্তু শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা থাকা উচিত সবার। রাজনীতি করার ধরন ও মতাদর্শ আলাদা হলেও, যারা তাদের জীবন দেশের জন্য, আদর্শের জন্য কিংবা সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে উৎসর্গ করেছেন তাদের স্মৃতিকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।’
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। যেসব শহীদ জুলাই বিপ্লবে প্রাণ দিয়েছেন, তারা দেশের জন্য, মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা আমাদের সবার দায়িত্ব। তারা একটি তথ্যকেন্দ্র নির্মাণ করেছে, যেখানে আমাদের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নাম যুক্ত করা হয়েছে, এটি গর্বের বিষয়।’