চট্টগ্রামে নারীর ওপর হামলার ঘটনায় শিবিরের ব্যাখ্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত কর্মসূচিতে এক যুবক এক নারীকে লাথি মারছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির সাথে বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ মে) এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল ও সেক্রেটারি মুমিনুল হক বলেন, বুধবার (২৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্রজোট ও শাহবাগ বিরোধী মঞ্চের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে আমরা গণমাধ্যম ও প্রত্যক্ষ্যদর্শীদের সূত্রে অবগত হয়েছি।
তারা আরও বলেন, হামলাকারী ব্যক্তিকে ছাত্রশিবির কর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে। তবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই ব্যক্তি পূর্বে ছাত্রশিবিরের কার্যক্রমের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তিনি ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন।
শিবিরের এই দুই নেতা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বারবার ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার প্রয়াস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।