রাবিতে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

০৪ মে ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলা, আবাসিক হলে আল-কোরআন পোড়ানো এবং একাডেমিক ভবনে পূজার ব্যানার ছেঁড়াসহ সব ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

আজ রবিবার (৪ মে) দুপুর ১২টায় বুদ্ধিজীবী চত্বর-সংলগ্ন রাবি ছাত্রদলের দলীয় টেন্টে এ কার্যক্রম করেন তারা।

সম্প্রতি একের পর এক ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলাকারী চিহ্নিত, জুলাই-আগস্টে গণহত্যায় মদদদাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

কর্মসূচিতে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বিগত ৯ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সুপরিকল্পিতভাবে ৭টি হলে এবং কেন্দ্রীয় মসজিদে কোরআন পোড়ায়, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার সঙ্গে যে জড়িত নয়, এইটা প্রমাণের জন্য হইলেও এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় প্রকাশ করা উচিত। তবে শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়েছে, বিষয়টি একটি উগ্র ধর্ম ব্যবসায়ীদের দ্বারা হয়েছে এবং এই উগ্রবাদী গোষ্ঠী জাতীয়তাবাদী শিক্ষক ইফতেখার আলম মাসউদ স্যারের বাসায় ককটেল হামলায় জড়িত। আজ না হয় কাল এদের পরিচয় প্রকাশ হবেই ইনশাআল্লাহ।’

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহিরুল বলেন, ‘ছাত্রদল সবসময় সত্য ও সংগ্রামের পক্ষে রয়েছে। রাবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ভাবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কার কেমন ভূমিকা ছিল, তা আমরা জানি। এখন সবাই আসছে ক্রেডিট নিতে। ভিসি স্যারকে বলব, আসুন আমরা একসাথে মিলেমিশে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখি।’

আরও পড়ুন: ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-মাকসুদ কামালসহ ১৩ জনের নামে মামলা

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর নির্যাতনের শিকার হয়েও সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে বুকের রক্ত দিয়ে সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীদের রক্তের ওপরে আজকের বাংলাদেশ টিকে রয়েছে, আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় টিকে রয়েছে। আমরা যে অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে যে সন্ত্রাসী চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চেয়েছিলাম অথচ আমরা গত দিন দেখলাম টাকার শক্তিকে কাজে লাগিয়ে বহিরাগতদের নিয়ে এসে রাবি উপাচার্যকে আটকে রেখে তাদের অযৌক্তিক দাবি আদায় করা হলো।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে থাকে, কখন না জানি সেই বর্বর হামলাকারীরা তাদের রগ কাটে, কখন তাদের পিটিয়ে হত্যা করে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকাকালীন কোনো সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা হুমকিতে পড়বে তা কখনোই হবে না।’

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জোহা চত্বরে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দসহ, রাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন: যুগ্…
  • ১৪ জানুয়ারি ২০২৬
লাইনে দুর্ঘটনা, রাজধানীর কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ
  • ১৪ জানুয়ারি ২০২৬
১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা বুধবার বিকাল সাড়ে ৪ টায়
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9