ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-মাকসুদ কামালসহ ১৩ জনের নামে মামলা 

ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-মাকসুদ কামাল
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-মাকসুদ কামাল  © সংগৃহীত

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মিথ্যা মামলার প্রতিবাদের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ১৩ জনের নামে মামলা করেছেন গণঅধিকার পরিষদের নেতা মো. রাশেদ খান। আজ রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটায় তিনি এ মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ৫০০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন, ঢাবির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাবির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ও পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিব হাসান সুইম ও মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, রাশেদ সাহেব আমাদের কাছে একটি এজাহার জমা দিয়েছেন। এতে বলা হয়েছে, ২০১৮ সালের ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় গণপদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়, টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্যরা হামলায় অংশ নেয়। আমরা এজাহার গ্রহণ করেছি। পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence