ফের নতুন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
ছয় দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। আগামীকাল সোমবার সারা দেশে
(২৭ এপ্রিল) কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাব্বির আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল করবে। ২০২১ সালে বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবি এর নিকট অভিযোগ পত্র প্রদান করবে।’
এর আগে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।