ইডেনে রাজনীতিতে নিষেধাজ্ঞা: গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে সরে দাঁড়ালেন মৌ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ০১ মার্চ ২০২৫, ১১:২৭ AM

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে ইডেন মহিলা কলেজের দুই ছাত্রীর অন্তর্ভুক্তির খবর প্রকাশের পর কলেজটির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে ইডেন কলেজকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হয়েছে। যার ফলে এমন প্রতিক্রিয়া দেখায় সাধারণ শিক্ষার্থীরা।
এমন অবস্থায় চাপের মুখেগণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ। শিক্ষার্থীদের তিনি অঙ্গিকার করেছেন শনিবার দুপুর ২ টার মধ্যে অফিশিয়ালভাবে পদত্যাগ করবেন।
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘ইডেন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাই আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি করতে পারি না। তাছাড়া, আমাদের নাম যে কেন্দ্রীয় কমিটিতে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না।’
তিনি আরও বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণের জন্যই আমরা আন্দোলন করেছিলাম। এটি পুরোপুরি দেশ ও সমাজের স্বার্থে ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং ইডেন কলেজে ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখার পক্ষে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।