হাসনাত সেই ‘আইকনিক’ জার্সি পরে এসেছেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
হাসনাত আবদুল্লাহ—গায়ে সেই ‘আইকনিক’ আকাশি রঙের জার্সি

হাসনাত আবদুল্লাহ—গায়ে সেই ‘আইকনিক’ আকাশি রঙের জার্সি © ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আহতরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।  

অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থানের নিহতদের, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ জনতার ঢল নেমেছে। বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ এসে সমাবেশস্থলে ভিড় জমিয়েছেন। রাজনৈতিক অঙ্গনের নানা গুঞ্জনের মধ্যেই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

বিকেল ৫টা ১০ মিনিট। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ তখন স্লোগানে মুখর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তরুণ নেতারা মঞ্চে ওঠেন। মুহূর্তেই জনতার ভিড়ের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনার ঢেউ। তাদের মাঝে দাঁড়িয়ে আছেন হাসনাত আবদুল্লাহ—গায়ে সেই ‘আইকনিক’ আকাশি রঙের জার্সি।  

জার্সিটা শুধু কাপড় নয়, এটা এক অধ্যায়ের সাক্ষী। ২০২৪ সালের ১৭ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রক্তঝরা বিকেল। হল ছাড়ার নির্দেশ আর পুলিশের হুমকির মুখে হাসনাত বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এটা আমার ক্যাম্পাস, আপনি চলে যান। ইতিহাসের পাতায় লেখা হয়ে যায় তার সেই সাহসী উচ্চারণ।  

তারপর ৮ আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে আবারও সেই জার্সি গায়ে চাপিয়ে হাজির হন হাসনাত। সেদিন তার পোশাক শুধু এক ব্যক্তির পরিচয় বহন করেনি, বহন করেছিল এক পুরো প্রজন্মের প্রতিরোধের গল্প।  

সময়ের আবর্তে সেই জার্সিটাই হয়ে ওঠে প্রতীক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ভালোবাসায় বানিয়ে ফেলে একই নকশার কয়েকশো জার্সি। লাল-সবুজের এই দেশে আকাশি রঙের সেই পোশাক হয়ে ওঠে প্রতিবাদের, প্রতিরোধের আর পরিবর্তনের প্রতীক।  

আজ নতুন দলের আত্মপ্রকাশের দিনও হাসনাত সেই একই জার্সি পরে দাঁড়িয়ে আছেন। ইতিহাস কি নিজেকে আবারও নতুন করে লিখছে? জনতার চোখে জল চিকচিক করছে, কণ্ঠে অদম্য প্রত্যয়—পরিবর্তন আসবেই!

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির সংগঠক হিসেবে দক্ষিণাঞ্চলের দায়িত্ব নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। তার নেতৃত্বে নতুন এই দল কীভাবে সামনের দিনগুলোতে পথচলা শুরু করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9