জবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ, সদস্য সচিব সিফাত

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মাসুদ রানা ও সিফাত হাসান সাকিব

মাসুদ রানা ও সিফাত হাসান সাকিব © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের মাসুদ রানা এবং ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়। 

কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী নওশিন নওয়ার জয়া, মুখ্য সংগঠক হিসেবে আছেন ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন ও উপদেষ্টা সদস্য হিসেবে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী।

আরো পড়ুন: জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪৩ ভর্তিচ্ছু

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আলী আহমেদ আরাফ, মো. ফেরদাউস শেখ ও মো. শাহিন মিয়া রয়েছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে সুমন আলী, মো. সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক, আলী আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, আম্মার বিন আসাদ, মো. স্বপন মিয়া ও তাহমিদুর রহমান রয়েছেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল ও মাশরুর মাহমুদ শাকের। 

কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন মোহাম্মদ মাহীন এবং সিনিয়র মুখ্য সংগঠক হয়েছেন জুনায়েদ মাসুদ। সংগঠক পদে আছেন ওমর ফারুক শ্রাবণ, আতিকুর রহমান, রাকিব হোসেইন তুষার, তুষার আহমেদ সিয়াম, মো. রাকিবুল হাসান ও মেহেদী হাসান।

মুখপাত্র হয়েছেন সিয়াম হোসাইন। সদস্য হিসেবে আছেন পূজা মদক, তাফহিম রাফি, মেহেদী হাসান, মোহাম্মদ কায়েপ, বায়েজিদ হোসেইন, মো: রাজিব হোসেইন, মমিতা রাণী সূত্রধর, ফারজানা আক্তার, আব্দুর রহমান, মোহাম্মাদ নাহিদ, মুজাহিদুল ইসলাম, সিদরাতুল মুনতাহা তাওহিদা, জাকির হোসেন, সুমাইয়া আফরিন, তৈমুর রহমান, মেহরাজ হোসেন তাইমুর, মুজাহিদুল হক জিহাদ, মাহিদ হাসান ও সাজ্জাদুল ইসলাম নাঈম।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রানা  বলেন, ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে জুলাইয়ের আন্দোলনে সম্মুখসারিতে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের আন্দোলনে জবির শহীদ এবং শত শত ভাই আহত হয়েছেন। তারপরও আমরা পিছপা হইনি। আগামীর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি
  • ২০ জানুয়ারি ২০২৬
আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জ…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলা স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
রুয়েটে ধীরগতির ইন্টারনেট, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
  • ২০ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদলের চার নেতার পদ স্থগিত
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রাইভেট পড়তে যাওয়ার সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9