ঢাবিতে ফের আঁকা হলো সিরাজ সিকদারের গ্রাফিতি

২২ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ঢাবিতে পাশাপাশি আঁকা হয়েছে শেখ মুজিবুর রহমান ও সিরাজ সিকদারের গ্রাফিতি

ঢাবিতে পাশাপাশি আঁকা হয়েছে শেখ মুজিবুর রহমান ও সিরাজ সিকদারের গ্রাফিতি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতির পাশে ফের সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করেছেন শিক্ষার্থীরা। কিছুদিন আগেই একদল শিক্ষার্থী সিরাজ সিকদারের ছবি মুছে দিয়েছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অঙ্কন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ বলেন, সিরাজ সিকদার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি আওয়ামী লীগকে ভারতপন্থি শক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন বলেই খুন হতে হয়েছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আরেক শিক্ষার্থী আসমানী বলেন, আমরা যেভাবে ২৪ এর গণঅভ্যুত্থানকে স্মরণ করে রাখব, ঠিক তেমনি সিরাজ শিকদারের মতো বাঙালি বীরদের স্মরণ করব। যতবার মুছে ফেলার চেষ্টা করা হবে আমরা ততবার অঙ্কন করব।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রধান ভিকটিম আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমানের পাশে সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের ছবি অঙ্কন করে শিক্ষার্থীরা। তবে গত শুক্রবার এই ছবি মুছে ফেললে সেদিন মধ্যরাতেই বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে শিক্ষার্থীরা।

ট্যাগ: ঢাবি
আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬