পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাতিলের দাবি

০৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
মানববন্ধন করছেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন

মানববন্ধন করছেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন © টিডিসি ফটো

পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন নিয়ে ইসলামপন্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং সঠিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে `বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন'। আজ সোমবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণির অবদানের কথা উল্লেখ করা হলেও, মাদ্রাসার ৭০ জনের অধিক শাহাদাত বরণকারী শিক্ষার্থীর সাহসিকতার কথা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। তারা বলেন, এটি একটি স্পষ্ট বৈষম্যের উদাহরণ এবং ইতিহাস গোপনের অপচেষ্টা। কওমি শিক্ষার্থীরা এমন অবিচার কখনোই মেনে নেবে না।  

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামপন্থীদের অবদান সঠিকভাবে তুলে ধরুন এবং যারা ইতিহাস বিকৃতির পেছনে জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনুন। 

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়:  

১. জাতীয় শিক্ষা সিলেবাসে ইসলামপন্থীদের নিয়ে বৈষম্যমূলক ইতিহাস বাতিল করে সঠিক ইতিহাস ও অবদান অন্তর্ভুক্ত করতে হবে। এবং যারা কৌশলে ইসলামপন্থীদের ইতিহাস ও অবদান এড়িয়ে গিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

২. কওমি সনদের যথাযথ মূল্যায়ন এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ বহি:বিশ্বে কওমি শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. জেনারেল শিক্ষায় সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং এক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে।

এতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে সংগঠনের দায়িত্বশীল এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেন, দেশের ইতিহাস বিকৃতি বন্ধ করে ইসলামপন্থীদের অবদান যথাযথভাবে তুলে ধরতে হবে।  

ডিআইইউতে অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান, শিক্ষার্থীদের ফু…
  • ২০ জানুয়ারি ২০২৬
আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল হয়েছে: নুর
  • ২০ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের আগে কাতারে নতুন টুর্নামেন্ট, থাকছে আর্জেন্টিনা-স…
  • ২০ জানুয়ারি ২০২৬
১৯৯১-এর নির্বাচনে বিএনপি যেভাবে ১৪০ আসনে জয়ী হয়েছিল
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9