প্রতিষ্ঠাবার্ষিকীতে নোয়াখালীতে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়  © টিডিসি

নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ১ জনুয়ারি (বুধবার) সকালে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এবিএম সানা উল্যাহ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শিদুর রহমান রায়হান ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বিশালসহ আরও অনেকে।

কলেজ ছাত্রদলের সভাপতি আকবর হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুয়ায়ী আজকে আমরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানটি পালন করছি। দেশ রক্ষায় যে কোনো আন্দোলন-সংগ্রামে ছাত্রদল সম্মুখে থেকে রক্ত দিয়েছে। ভবিষ্যতেও দেশবিরোধী সব ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল কাজ করবে।

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন বলেন, নতুন বছরের প্রথম দিনে ছাত্রদলের নেতারা একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি, সামনের দিকেও এমন রাজনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,  ‘আমরা তোমাদের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। বিগত দিনে যা হয়েছে তা ভুলে গিয়ে সামনের দিনগুলোয় আমরা যেন ভালো কাজ করতে পারি, সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে। তোমাদের সবার সহযোগিতা নিয়ে আমরা দুর্নীতিমুক্ত একটি ক্যাম্পাস তৈরি করতে চাই।’


সর্বশেষ সংবাদ