‘জয় বাংলা’ স্লোগান মুছে দিলো ছাত্রদলের নেতাকর্মীরা

২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
খিলগাঁও ফ্লাইওভার এলাকায় বিভিন্ন স্থাপনায় থাকা ‘জয় বাংলা’ স্লোগান মুছে দেয় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতাকর্মীরা।

খিলগাঁও ফ্লাইওভার এলাকায় বিভিন্ন স্থাপনায় থাকা ‘জয় বাংলা’ স্লোগান মুছে দেয় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতাকর্মীরা। © সৌজন্যে প্রাপ্ত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আঁকা ‘জয় বাংলা’ স্লোগান ও স্বৈরাচার হাসিনার নামে থাকা বিভিন্ন স্লোগান মুছে দিয়েছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আশেপাশে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও খুনী হাসিনার ফাঁসির দাবিতে দেওয়াল লিখন করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্যের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন: বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ছাত্রদলের পোস্টারিং

এ সময় উপস্থিত ছিলেন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফারুক মিয়া, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হৃদয়, খিলগাঁও থানা ছাত্রদলের ছাত্রনেতা সাকিবুজ্জামান সাকিব, আবু হাসান নাহিয়ানসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে ছাত্রদল নেতা আদিত্য জানান, ‘বিগত সময়ে এই জয় বাংলা স্লোগানকে ব্যবহার করে গুম, খুন, ধর্ষন, লুটপাটের মতো অপকর্ম করা হয়েছে। এই স্লোগান শুনলে জনগন ভয়ে কেঁপে উঠে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের এই ‘জয় বাংলা’ স্লোগানকে পুঁজি করে কোনো সন্ত্রাসী কর্মকান্ড বরদাস্ত করা হবেনা।’

‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬