ঢাবি ছাত্রদলের কমিটি থেকে ‘ছাত্রলীগের অভিযোগে’ বাদ পড়লেন যারা

  © সংগৃহীত

সদ্যঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে ‘অনুপ্রবেশ-বিতর্কিত’ ৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন ও মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেন।

অব্যাহতি পাওয়া ঢাবি সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। আরেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহাদী ইসলাম নিয়ন একসময় শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সাথে রাজনীতি করতেন বলে অভিযোগ উঠেছে।

অব্যাহতি পাওয়া সদস্য আব্দুল্লাহ আল মামুন জিয়া হল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুবায়েল আহমেদ খানের সঙ্গে বেশ সখ্যতা ছিল বলে অভিযোগ রয়েছে। তাছাড়া অব্যাহতি পাওয়া আরেক সদস্য রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

তাছাড়া অব্যাহতি পাওয়া জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপ করেছেন। গত ৭ আগস্ট বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একটা ভিডিও বার্তা নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘ওমা একি জাইগা উঠছে দেখি’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মাদার্স অব বার্বি গার্লস’। এটিকে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি হিসেবে দেখছেন নেটিজেনরা।

এদিকে, সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেনকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগসমূহের তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ছয়জনকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। তবে তদন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা যায়, গত ১৪ নভেম্বর ২৪২ সদস্যবিশিষ্ট ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী এক নারী শিক্ষার্থী। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence