তারেক রহমানের ৩১ দফা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ছাত্রদলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৪৪ AM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা গাজীপুরের পুবাইল আদর্শ কলেজের শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মানে তাদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্রদল। সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর।
রোববার (৩ নভেম্বর) এ মতবিনিময় সভা করা হয়েছে। ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিকট সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনের নেতারা।
ছাত্রদল নেতারা বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনী ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে ভয়ের সংস্কৃতি চালু করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ও হত্যার রাজনীতি করেছে। এ ধরনের অপরাজনীতি রুখে দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেছেন তারা।
আরো পড়ুন: কর্মসংস্থান নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: উপদেষ্টা নাহিদ
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম-সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।