ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ, আটক ৪
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ দেখে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ২০-২৫ জনের একটি দল জেলা শহরের মিয়াপাড়া এলাকা থেকে মিছিল বের করে। মিছিল থেকে আটক করা হয় ৪ জনকে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে সাহাপাড়া এলাকার ডা. অসিত কুমার মল্লিকের বাড়ির সামনে পৌঁছালে পুলিশের একটি টহলগাড়ি দেখে পালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।