© লোগো
ঢাকা কলেজের দক্ষিণায়ণ হলের ৩০১ নাম্বার রুমে সংগঠিত ঘটনার যথাযথ তদন্তের জন্য ২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে করা কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল রিয়াদের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ বুধবার দুপুরে এক বার্তায় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
এতে বলা হয়, আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবরে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।