রমনা কালী মন্দিরের পাহারায় ঢাবি ছাত্রদল

  © সংগৃহীত

সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সহিংসতা ও লুটতরাজ রুখতে রমনা কালী মন্দির পাহারা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে মন্দির প্রাঙ্গণে তাদের পাহারা দিতে দেখা যায়। 

জানা যায়, তারেক রহমানের সরাসরি নির্দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংঘবদ্ধ ও সার্বক্ষণিক পাহারায় রয়েছেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার বিরুদ্ধে শ্রী শ্রী রমনা কালী মন্দির, জাতীয় ঢাকেশ্বরী মন্দির, শাহবাগ জাতীয় জাদুঘর, জাতীয় শিশু একাডেমির নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী হিসেবে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!