স্টামফোর্ডে ১০ম এসডিএফ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় © সংগৃহীত
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ১৮ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হলো স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ) কর্তৃক আয়োজিত ১০ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল পর্ব। একই সঙ্গে উদযাপন করা হলো স্টামফোর্ড ডিবেট ফোরামের ২২ বছর পূর্তি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন স্টামফোর্ড ডিবেট ফোরামের কনভেনর এবং মার্কেটিং ডিপার্টমেন্টের এইচওডি ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টামফোর্ড ডিবেট ফোরামের সভাপতি সিয়াম হাসান, এডিশনাল রেজিস্ট্রার ফারুক কবির এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। সমাপনী বক্তব্য রাখেন কনভেনর মোহাম্মদ নাজমুল হক।
উক্ত প্রতিযোগিতায় দেশের ২৪টি কলেজ এবং ২৪টি স্কুল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে বাংলা সরকারি বাংলা কলেজ চ্যাম্পিয়ন হয়, আর ঢাকা কলেজ রানারআপ হয়।
গত ২৮ নভেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা জানুয়ারি ২০২৬-এ শেষ হয়। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে ছাত্রছাত্রীরা যুক্তি, দর্শন, রাজনীতি, অর্থনীতি ও মানবিক বিষয়ক ইস্যু নিয়ে চমৎকার উপস্থাপনা প্রদান করেন।
স্টামফোর্ড ডিবেট ফোরামের এই আয়োজন দেশের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ও তরুণ বিতার্কিকদের মেধা ও কৌশল প্রদর্শনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এবারও প্রতিযোগীরা দর্শকদের মন জয় করেছেন তাদের তর্কশৈলী ও বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে।