জুলাইয়ে গণহত্যায় শহীদদের স্মরণে নেত্রকোণায় স্মৃতিফলক স্থাপন

শহীদদের স্মরণে স্মৃতিফলক
শহীদদের স্মরণে স্মৃতিফলক  © টিডিসি ফটো

‘ছাত্র-জনতা লড়বে, সোনার বাংলা গড়বে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাইয়ে গণহত্যায় শহীদদের স্মরণে নেত্রকোণা জেলা শহরে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। বুধবার (৮ জলাই) রাতে শহরের মুক্তারপাড়া সেতু সংলগ্ন জয়ের বাজার মোড়কে ‘প্রজন্ম চত্বর’ হিসাবে কোটা বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীরা নামকরণ করেন।

স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে কোটা বৈষম্য আন্দোলনের বিজয় লাভ হয়। এ বিজয়কে কোটা বৈষম্য আন্দোলনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এ আন্দোলনের পর জয়ের বাজার মোড়কে বৈষম্য বিরোধী ‘প্রজন্ম চত্বর’ নাম দেওয়া হয়। 

নেত্রকোণার কোটা বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের একজন আজিজুর রহমান সায়েম বলেন, স্মৃতিফলক স্থাপনের মাধ্যমে আমরা এ আন্দোলনে সকল শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে স্থায়ী ভাবে রূপ দেওয়া হবে। সমাজে কোন ধরনের বৈষম্য হলে নেত্রকোণার মানুষ নির্বিঘ্নে এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করবে।

আন্দোলনে অংশ গ্রহণকারী কয়েকশত শিক্ষার্থী প্রতিজ্ঞা করেন যেকোনো ধরনের বৈষম্য, সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও জানমালের ক্ষতি করা হলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence