ফোনে আন্দোলনের ছবি-ভিডিও পেলেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে: সমন্বয়ক মাসুদ

সমন্বয়ক মাসুদের ভিডিও বার্তা
সমন্বয়ক মাসুদের ভিডিও বার্তা  © সংগৃহীত

সারা দেশে ব্যাপক ধরপাকড়ের চলছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, গভীর রাত হলেই ধরপাকড়ের মাত্রা বেড়ে যায়। ঘরে ঘরে গিয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানের নামে সাধারণ জনতাকে হয়রানি করছে। কারো ব্যক্তিগত ফোনে আন্দোলনের ছবি-ভিডিও পেলেই তুলে নিয়ে যাচ্ছে।

শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তারা নিজেরাও যৌথ বাহিনীর অভিযানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন।

ভিডিও বার্তায় মাসুদ বলেন, ‘‘গভীর রাতেও আমাদের আন্দোলনের সমন্বয়ক-সহ সমন্বয়কসহ সারাদেশের শিক্ষার্থী-জনতা ঘুমাতে পারছে না। পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সরকারি বাহিনীগুলোর কর্মকর্তারা ঘরে ঘরে অভিযানের নামে নিরীহ মানুষদের হয়রানি করছে।’’

তিনি বলেন, এখন পর্যন্ত খবর পেয়েছি ঢাকায় আজিমপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও মিরপুর কাজিপাড়ায় যৌথ বাহিনীর অভিযানের নামে তাণ্ডব চলছে। গভীর রাতে তারা ঘরে ঘরে ঢুকে মা-বোনদের সাথে খারাপ আচরণ করছে। ঘরে শিক্ষার্থী পেলেই তাদের মোবাইলে আন্দোলন সম্পর্কিত কোনো ছবি-ভিডিও বা তথ্য পেলেই তাকে তুলে নিয়ে যাচ্ছে। 

‘‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে ১৯৭১ সালে এ দেশের রাজাকার বাহিনীর মাধ্যমে ঘরে ঘরে তল্লাশি করেছিল, ঠিক একই কায়দায় স্বাধীন দেশে এখন ঘরে ঘরে গিয়ে তারা সাধারণ মানুষদের হয়রানি করা করছে।’’

বিভিন্ন স্থানে অভিযানে গিয়ে যৌথ বাহিনী জনতার প্রতিরোধের মুখে পড়েছেন বলে জানান মাসুদ। তিনি বলেন, আমরা খবর পেয়েছি আজিমপুর কলোনির সমাজকল্যাণ গলিতে যখন এ হানাদাররা অভিযান চালাতে গিয়েছিল তখন সেখানকার সাধারণ বাসিন্দারা তাদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলেছে। এক পর্যায়ে তারা ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

ভিডিও বার্তায় তিনি দেশব্যাপী নিরীহ মানুষদের নির্বিচারে ধরপাকড়ের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি মহল্লায়-প্রতিটি ঘরে ঘরে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। যাতে করে এরপর থেকে এ বাহিনীর কোনো সদস্য কোনো এলাকায় আর প্রবেশ করতে না পারে। কোনো সাধারণ শিক্ষার্থী বা কোনো সাধারণ জনতা যেন আর হামলা-ধরপাকড়ের শিকার না হয়। 


সর্বশেষ সংবাদ