ছাত্রলীগের প্রোগ্রামে অজ্ঞান ঢাবি ছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০৮:০৪ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের দুই ছাত্রের পর এবার ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নিয়ে অজ্ঞান হয়ে পড়েছেন এক ছাত্রী। শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে এ ঘটনা ঘটে। অতিরিক্ত গরমে এ অবস্থা হয়েছে বলে জানা গেছে।
ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের থাকেন। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী এক কর্মী তাকে এ প্রোগ্রামে নিয়ে এসেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রোগ্রাম চলাকালে অতিরিক্ত গরমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ওই ছাত্রী। এরপর তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, রুটিন অনুযায়ী প্রতিদিনের মতো আজকেও টিএসসির ডাস চত্বরে সৈকতের প্রোগ্রাম চলছিল। এ সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে, ছাত্রলীগের রাজনীতি সশরীরে
ঘটনার পর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ঘোষণা দেন। সেখানে লিখেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল থেকে ডাসের প্রোগ্রাম বন্ধ থাকবে।’
তবে এ বিষয়ে সংগঠনটির নেতাদের থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রলীগের গেস্টরুম চলাকালে দুই শিক্ষার্থী অচেতন হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এসব ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।