গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পাদিত্য বসু গ্রেপ্তার

১৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

একাধিক অর্থঋণের মামলায় তিন বছর সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি।

আজ বুধবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১০ উপপরিচালক (অপ্স অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে।

সাবেক এই ছাত্রনেতা একটি অর্থঋণ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।

র‍্যাব কর্মকর্তা আমিনুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্য একাধিক অর্থঋণের মামলায় পলাতক থাকার কথা স্বীকার করেছেন। মামলা রুজুর পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতেন বলেও জানিয়েছেন। 

বাপ্পাদিত্যের বাড়ি যশোরে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামায়াত নেতা
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভারতে বিমান দুর্ঘটনা: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৮ জানুয়ারি ২০২৬
নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage