অবরোধ সমর্থনে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ

অবরোধ সমর্থনে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ
অবরোধ সমর্থনে প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ  © টিডিসি ফটো

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ৭ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ সোমবার (২৭ নভেম্বর) অবরোধের দ্বিতীয় দিনে জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে মৎস্য ভবন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের একক নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

অবরোধের সমর্থনে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বিভিন্ন স্লোগানে মিছিলটি মৎস্য ভবনের সম্মুখে পৌঁছালে পুলিশি বাধায় সেখানেই সমাপ্ত হয়।

আরও পড়ুন: আজ ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

মিছিলে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ আল মামুন, সহ-সাধারন সম্পাদক জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক  মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, ঢাবির মাষ্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন— জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আহম্মেদ রনি, সহ-সভাপতি সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ-নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান চাঁদ, ইউল্যাব বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মুশফিকুর রহমান,ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী, সহ-সভাপতি পিয়াল হাসান, সহ সাধারণ সম্পাদক শামীম শেখ,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক।

এছাড়া সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা খোকা আহম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন,তুষার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মো. টগর প্রধান, মো. রাসেল, হাম্মাদুর রহমান সহ প্রায় শতাধিক বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ