বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছাত্র অধিকার পরিষদ

২৩ জুলাই ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ © লোগো

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল শনিবার (২২ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোট ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা দেয়া হয়।

এই কমিটিকে এক বছরের জন্য অনুমোদন দেয়া হয় দেওয়া হয় এবং কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আল আমিন প্রামানিক ও সাধারণ সম্পাদক হিসেবে জানে আলম অপুকে মনোনীত করা হয়। তাছাড়া সহ-সভাপতি হিসেবে ইব্রাহিম খলিল, আলিম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান সাগর ও সাগর পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মাহমুদ পাভেলসহ বিভিন্ন সম্পাদক, উপ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য পদে আরও ১৮ জনকে মনোনীত করা হয়।

এই কমিটি প্রসঙ্গে ফেসবুকে দেয়া এক বার্তায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের হাত ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুস্থ রাজনীতি চর্চা ও সৃজনশীলতার মাধ্যমে দেশ-জাতি গঠনে এগিয়ে যাক। ছাত্র অধিকার পরিষদ এর সংগ্রামী সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের নেতৃত্ব ফ্যাসিবাদ পতনের আন্দোলেন ছাত্রসমাজের জাগরণ ঘটুক।

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
যবিপ্রবিতে ডিনের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে তদন্ত কমিটি,…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!