ছাত্রলীগের নতুন পদে দায়িত্ব পেলেন যারা

বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ  © লোগো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে  এবছর বিভিন্ন পদের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন ৮ টি পদ।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের প্রায় ৭ মাস পর কমিটির পূর্ণাঙ্গ করা হলো। 

নতুন যুক্ত করা পদগুলো হলো- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।

কমিটির অটিজম বিষয়ক সম্পাদক পদে সৌরভ দাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে হারুনুর রসিদ, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক পদে জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে রাকিব সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নোশিন শার্মিলা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক পদে রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক পদে শাহ আদন-উজ্জামান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পদে ইমরান হোসেন সাগরকে মনোনীত করা হয়। কমিটিতে এই আটটি পদের উপ-সম্পাদক হিসেবে মোট ২৬ জনকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence