কেন্দ্রীয় ছাত্রলীগ

৩০১ সদস্যের কমিটিতে ৭১ জনই সহ-সভাপতি

বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ  © ফাইল ছবি

প্রায় ৭ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে এই কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে সর্বোচ্চ ৭১ জনকে সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক, পরবর্তী কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংখ্যা অপরিবর্তিত রেখে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদে সহ-সভাপতির পদ ১০টি বৃদ্ধি করা হল। 

গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ঠিক ১৪ দিনের মাথায় ২০ ডিসেম্বর রাতে গণভবনে এক বৈঠকের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

কমিটিতে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম এ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়। এর প্রায় ৭ মাস পর সাদ্দাম ও শেখ ইনানের স্বাক্ষরে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। 

আরো পড়ুনঃ প্রায় ৭ মাস পর কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাকিবুল হাসান রাকিব। এছাড়া খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত, মোঃ আবু সাইদ কনক, নাহিদ হাসান শাহীন, উৎপল বিশ্বাস, মোঃ মেহেদী হাসান, বরিকুল ইসলাম বাধন, মোঃ জয়নাল আবেদীন, রবিন বাহাদুর, মোঃ সুজন শেখ, সানোয়ার পারভেজ পুলক, মোঃ শাহেদ খান, নুর-এ-আলম আশিক, হাসানুর রহমান হাসু,  রনি মুহাম্মদকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে।

এছাড়া শামীম পারভেজ, রাজিয়া সুলতানা কথা, এহসান পিয়াল, কোহিনূর আক্তার রাখি, আজহারুল ইসলাম মামুন, এম. এম. সাহেদুজ্জামান, ইমরান জমাদ্দার, মোঃ মেহেদী হাসান তাপস, মোঃ সুমন খলিফা, মাইনুল হাওলাদার, খাদিজা আক্তার উর্মি, তুহিন রেজা,  মোঃ শাহজালাল, আল-আমিন শেখ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়),  এনামুল হক তানান,  মাজহারুল হক মাহফুজ, নেয়ামতউল্লাহ তপন ও জাকারিয়া দস্তগীরকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। 

সহ-সভাপতি আরও রয়েছেন জোবায়ের হাসান, সজীব নাথ, তামান্না জেসমীন রিভা, মোঃ ইরফানুল হাই সৌরভ, রাশেদ ফেরদৌস আকাশ, জাহিদ হাসান (স্যার এ. এফ. রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), আনফাল সরকার পমন, আব্দুল আলীম খান, জোবায়ের হোসেন মঈন, মোঃ খায়রুল হাসান আকন্দ, খন্দকার হাবিব আহসান, সাইফুল্লা আব্বাছী অনন্ত, আল-আমিন শেখ (ঢাকা মেডিকেল কলেজ), আল-আমিন রহমান, সুরাপ মিয়া সোহাগ, এম. এ. আহাদ চৌধুরী, শেখ সাঈদ আনোয়ার সিজার ও মোঃ ফরহাদ আলী।

এছাড়াও এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রিপন মিয়া, রুবেল হোসেন, মোঃ সাদ্দাম হোসেন (বিজয় ৭১ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), রবিউল হাসান রানা, রনক জাহান রাইন, এস. এম. আমিরুল ইসলাম (ঢাকা কলেজ, গোপালগঞ্জ), এনামুল হাছান নাহিদ, সৈয়দ শরীফুল আলম শপু, মিজানুর রহমান জনি, মাহমুদুল হাসান বাবু, মোঃ ফুয়াদ হাসান,  আব্দুর রহিম সরকার, আনোয়ার হোসেন, মোঃ আসাদুল্লাহ আসাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবনা), শেখ শামীম আহম্মেদ তূৰ্য্য, রায়হান রনি, মিলন খান এবং ইবনুল এম. হাসান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence