এখনই কার্যালয় ছাড়ছেন না নুরুল হক নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:২৩ AM
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যে দ্বন্ধের মধ্যেই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়ার নোটিশ দিয়েছেন ওই ভবনের মালিক। তবে এখনই কার্যালয় ছাড়ছেন না নুররা।
জানা গেছে, ভবনের মালিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিয়া মশিউজ্জামান গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন। ২০২২ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া দিয়েছেন তিনি। ভবন ভাড়ার চুক্তিতে ৬ মাস পূর্বে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। সে হিসেবে এখনই কার্যালয় ছাড়তে হচ্ছে না নুরদের।
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, মালিককে আন্তরিকতা নিয়ে বলেছি আমরা রাজনীতি করি। চাইলেই তো আর এত বড় কার্যালয় হুট করে পাওয়া যাবে না। তাই আমাদের ৬ মাস সময় দিতে হবে।
পরিষদের দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান জানান, গত শুক্রবার দুই দিনের নোটিশে অফিস ছাড়ার চিঠিটি পেয়েছেন তারা। এ নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিস দিলেই কার্যালয় ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন না।
উল্লেখ্য পল্টনের প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কার্যালয় সদস্য সচিব নুরুল হক নুরে অনুসারীদের নিয়ন্ত্রণে রয়েছে। আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীরা সেদিকে ভিড়ছেন না।