‘স্মার্ট স্কুল’ উদ্বোধন করেছে ছাত্রলীগ, পড়ানো হবে বিনামূল্যে

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সহিদ উল্যাহ খান সোহেল
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সহিদ উল্যাহ খান সোহেল  © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ‘স্মার্ট স্কুল’ উদ্বোধন করেছে নোয়াখালী জেলা ছাত্রলীগ। এতে এসএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে রসায়ন, পদার্থ, গণিত ও হিসাব বিজ্ঞানসহ বিশেষ বিষয়গুলো বিনামূল্যে এখানে পড়ানো হবে। ভবিষ্যতে সারাদেশে এ স্কুলের ধারণা ছড়িয়ে পড়বে বলে আশা সংগঠনটির।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন এ স্মার্ট স্কুলের উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ স্কুলের উদ্বোধন ঘোষণা করেছেন। এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম মঞ্জু, ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দীকী (রাজু) প্রমুখ।

আরও পড়ুন: আঙুলের ইশারায় চলবে কুয়েট উদ্ভাবিত 'স্মার্ট হুইল চেয়ার'

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগ হলো সৃজনশীলতার প্রতীক। এর মাধ্যমে সারাদেশে সৃজনশীলতা ছড়িয়ে পড়বে। একজন ছাত্রলীগ কর্মীর এমন আয়োজনের সাফল্য কামনা করছি। এ ধরনের আরও সৃষ্টিশীল, মননশীল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘স্মার্ট স্কুল’-এর মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা শিক্ষা সেবা পাবে। স্মার্ট বাংলাদেশ গঠনে ‘স্মার্ট স্কুল’ ভূমিকা রাখবে। এই ধারণা আগামী দিনে সারাদেশে ছড়িয়ে পড়বে এবং তরুণরা দক্ষ হবে।

স্মার্ট স্কুলের উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাত বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বিনামূল্যে রসায়ন, পদার্থ, গণিত ও হিসাব বিজ্ঞানসহ বিশেষ বিষয়গুলো বিনামূল্যে এখানে পড়ানো হবে। সকল নিরাপত্তা নিশ্চিত করে এখানে ছাত্র ও ছাত্রীদের পড়ানো হবে।


সর্বশেষ সংবাদ