বিয়ে ভেঙে দিয়ে যা বললেন স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা
স্মৃতি মান্ধানা  © ফাইল ছবি

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—সব কিছু মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। তবে শেষপর্যন্ত নানা গুঞ্জন ও নাটকীয়তা মধ্যে দুজনের সম্পর্ক ভেঙে গেছে, বাতিল হয়েছে বিয়েও।

২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তার চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা আজ জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে। দুজনই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন সম্পর্ক ও বিয়ে ভাঙার কথা।

স্মৃতির জীবন নিয়ে নানা রকমের জল্পনা চলেছে গত কয়েক দিন ধরে। কোনটা ঠিক, কোনটা ভুল তা নিয়ে কিছু জানাননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট করে দিয়েছেন, বিয়ে বাতিল হয়েছে। অন্য দিকে, নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মান্ধানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

মান্ধানার হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার খবর চাউর হয়। শোনা যায়, স্মৃতির ভাই ও তার সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন। যুগলের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায়।

এরই মধ্যে একটি পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছিল, ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মন্ধানা এবং পলাশ। এমনকি, পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, এমন দাবিও করা হয়। যদিও এই প্রসঙ্গে মান্ধানার ভাই শ্রবণ মন্ধানা বলেছিলেন, ‘বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই জানি।’ 

অন্যদিকে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মান্ধানা। যেন সোজা ব্যাটে জবাব দিলেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence