পলাশ মুচ্ছলের সঙ্গে অন্য শিল্পীর নাম জড়ালো, চুমুকাণ্ড প্রকাশ্যে আসার পরই কি বিয়ে স্থগিত?

২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪০ PM
ফের বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল

ফের বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল © সংগৃহীত

ফের বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল। মেরি ডি’কস্তা নামের এক নৃত্য পরিচালকের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হওয়ার পর এবার আরেক তরুণীর সঙ্গে পলাশের নাম জড়িয়েছে।

তিনি নন্দিকা দ্বিবেদী, পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। স্মৃতি মান্ধানার বিয়েবাড়িতে ছিলেন নন্দিকা। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়েবাড়িতে এক নারীকে চুম্বন করেন পলাশ। ঘটনাটি দেখে ফেলেন ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল। বিষয়টি নিয়ে পলাশের সঙ্গে স্মৃতি মান্ধানার হাতাহাতির ঘটনাও ঘটেছে। অনেকে বলছেন, এরপরই বিয়ে স্থগিত করেন স্মৃতি।

কেউ কেউ বলছিলেন, সেই নারী মেরি ডি’কস্তা। তবে তিনি দাবি করেছেন, তিনি বিয়েবাড়িতে ছিলেন না। পলাশের সঙ্গে মাস দুয়েক আগে চ্যাট হলেও কখনো দেখা হয়নি।

তাহলে পলাশের সেই চুমুর সঙ্গী কে ছিলেন? এ বিষয়টি নিয়ে চর্চার মধ্যে নৃত্যশিল্পী নন্দিকা দ্বিবেদীর নাম সামনে আসছে। বলা হচ্ছে, নন্দিকার সঙ্গে পলাশের গোপন প্রেম রয়েছে, তবে সেটিকে আর লুকিয়ে রাখতে পারেননি।

পলাশের সঙ্গে চুমু নিয়ে চর্চার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন নন্দিকা। চুমুকাণ্ড প্রকাশ্যে আসার পরপরই বিয়েবাড়ি ছেড়েছেন তিনি।

২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ের কথা ছিল। বাগ্‌দান থেকে গায়েহলুদও সেরেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আটকে গেছে। এর মধ্যে স্মৃতির ভাইসহ বন্ধুরা পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

বিয়েটা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল মুখে কুলুপ এঁটেছেন।


কে এই নন্দিকা

নন্দিকা পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। মুম্বাইয়ে থাকেন। পড়াশোনা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নৃত্যশিল্পী হিসেবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর নাচে সহযোগী হিসেবে দেখা গেছে নন্দিকাকে।

বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো–সিজারের সঙ্গে কাজ করেন নন্দিকা। সেই সূত্রেই স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিওর নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার ডটকম, সংবাদ প্রতিদিন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি ২০২৬
তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা, গাড়ির চাপায় ওয়েলম্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বরাবরই…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কারণেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • ১৬ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9