বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই শনিবার, জিতলেই সুপার ফোরে যাবে টাইগাররা?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ PM
এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম উত্তেজনাপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে দুই দলের খেলা। নিদাহাস ট্রফি থেকে শুরু করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট, সব মিলিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সবসময় বাড়তি রোমাঞ্চ যোগ করে। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি হবে।
হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে টাইগাররা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলেই সুপার ফোর নিশ্চিত করার পথ খুলে যাবে। ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফরের মতে, শ্রীলঙ্কাকে হারাতে পারলেই বাংলাদেশ সুপার ফোরে জায়গা করে নেবে।
শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে খেলতে দেরিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। অন্যদিকে বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। এটিই টাইগারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন জাফর। তিনি বলেন, “বাংলাদেশ একটি জয় পেয়েছে, কন্ডিশনও ভালোভাবে বুঝে নিয়েছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।”
তবে তিনি এ-ও মনে করিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টির পরিসংখ্যানে লঙ্কানদের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। যদিও গত জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল টাইগাররা। জাফরের মতে, এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টাই হবে বড় টার্নিং পয়েন্ট।
ওয়াসিম জাফর বলেন, “বাংলাদেশকে কখনো সুপার ফোরের হিসাবের বাইরে রাখা যাবে না। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে, আর বাংলাদেশ আগেই কন্ডিশন চিনে নিয়েছে। এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে তারা সুপার ফোরে চলে যাবে।”