ক্রিকেটারদের শাস্তি প্রদানে আইপিএলে নতুন নিয়ম

২২ মার্চ ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর শুরু হবে, অথচ একঝাঁক নিয়মের দেখা মিলবে না, তা অকল্পনীয়! আজ (২২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির ১৮তম আসরেও বেশকটি নতুন নিয়ম এসেছে। এর সবশেষ সংযোজন ডিমেরিট পয়েন্ট এবং ক্রিকেটারদের শাস্তি প্রদানে নতুন নীতিমালা। এক্ষেত্রে ক্রিকেটারদের স্বস্তির খবরই শুনিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি অনুসারেই ডিমেরিট পয়েন্ট ও শাস্তি প্রদানের বিষয়টি থাকছে। তবে এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় যোগ করেছে বিসিসিআই। আইসিসির নিয়মে ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর, তবে আইপিএলে তা তিন বছর মেয়াদে কার্যকরের বিষয়ে বলা হয়েছে। এ প্রসঙ্গে ক্রিকবাজ জানিয়েছে, ‘কোনো ক্রিকেটার কিংবা অফিসিয়াল কেউ ডিমেরিট পয়েন্ট পেলে, সেটি বলবৎ থাকবে পরবর্তী ৩৬ মাস পর্যন্ত।’

এদিকে ম্যাচ নিষেধাজ্ঞায়-ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ৭ ডিমেরিট পয়েন্ট পেলে, সংশ্লিষ্ট ক্রিকেটার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। একইভাবে ৮-১১ পয়েন্ট পেলে ২ ম্যাচ, ১২-১৫ পয়েন্ট পেলে ৩ ম্যাচ এবং ১৬ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে পাঁচ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে তিন বছর পর্যন্ত এসব পয়েন্ট গণনা করা হবে। 

এ ছাড়া লেভেল-১ লঙ্ঘনে ১ ডিমেরিট পয়েন্ট ও ২৫ শতাংশ ম্যাচ ফি, লেভেল-২ লঙ্ঘনে ৩-৪ পয়েন্ট, লেভেল-৩ এর জন্য ৫-৬ পয়েন্ট এবং লেভেল-৩ ভাঙলে ৭-৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

নির্দিষ্ট সময় কিংবা ম্যাচের জন্য এই শাস্তি দেওয়া হবে। এসব বিষয় ম্যাচ রেফারি কিংবা অন্য কোনো অফিসিয়াল ন্যায়পাল হিসেবে নির্ধারণ করবেন। এ নিয়ে বিসিসিআই বলছে, ‘একজন ম্যাচ রেফারি কিংবা ন্যায়পাল কোনো ক্রিকেটার, দল কিংবা অফিসিয়াল কাউকে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দেবেন। যদি সেই সময়টি নির্দিষ্ট না থাকে (যেমন ১ বছর) নিষেধাজ্ঞা দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট অনুসারে। এক ম্যাচে সাধারণত নির্ধারিত থাকবে ১টি সাসপেনশন পয়েন্ট।’

এ ছাড়া সম্প্রতি অধিনায়কদের নিয়ে অনুষ্ঠিত ‘ক্যাপ্টেন্স মিট’–এ অনুমোদন দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। প্রতিটি দল ও অধিনায়কদের তখনই সেসব বিস্তারিত জানিয়ে দেওয়া হয়।

এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নতুন এই মৌসুম নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত হলেও বেরসিক বৃষ্টি সেই আমেজে জল ঢালতে পারে। এদিন কলকাতাজুড়ে প্রতিকূল আবহাওয়া চোখ রাঙাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, আইপিএল শুরুর জন্য কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আদর্শ নয়। অনুশীলনেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। এতে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়। আজও একই দশা হতে পারে।

ট্যাগ: আইপিএল
ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
পাবনার কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9