ভারতে অনুশীলনের মাঠ নিয়ে খুশি নন বাংলাদেশ কোচ

শিলংয়ে শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা
শিলংয়ে শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা  © সৌজন্যেপ্রাপ্ত

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে বৃহস্পতিবার ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। আজ শুক্রবার (২১ মার্চ) শিষ্যদের নিয়ে প্রথম অনুশীলন করেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু অনুশীলনের মাঠ নিয়ে খুশি হতে পারেননি তিনি।

শিলংয়ের ১৫-১৬ ডিগ্রি তাপমাত্রার ঠান্ডায় নেহরু বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আজ ঘণ্টাখানেক অনুশীলন করেন হামজা চৌধুরী। মাঠটি কৃত্রিম টার্ফের। ম্যাচের আগে মূল ভেন্যু জওহরলাল নেহরু স্টেডিয়ামে অন্তত দু-একদিন অনুশীলন করতে চান কোচ। কেননা সেই স্টেডিয়ামের মাঠ প্রাকৃতিক ঘাসে তৈরি।

কাবরেরা বলেন, ‘অনুশীলনের সুযোগ-সুবিধা আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তেমন নয়, তবে ঠিক আছে। আগামীদিনের জন্য উপযুক্ত সুবিধা পেতে আমাদের ম্যানেজার কাজ করছেন। আশা করি আমরা তা পাব। আজকের সেশনটি মূলত পরিচিত হওয়ার ও মানিয়ে নেওয়ার জন্য ছিল। হ্যাঁ আমরা চেষ্টা করছি অন্তত দুই-একদিনের জন্য মূল ভেন্যুতে অনুশীলন করার। দেখি কী হয়, তা ঠিক করা ম্যানেজার ও ফেডারেশনের কাজ।’

মাঠ নিয়ে ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘শিলংয়ের ঠান্ডায় আমাদের খুব একটা সমস্যা হবে না, কারণ একই রকম আবহাওয়ায় আমরা সৌদি আরবে ১০-১২ দিন অনুশীলন করেছি। টার্ফ অনুশীলন করলে একটু সমস্যা হতে পারে। কারণ আমরা দেশে ঘাসেই অনুশীলন করি। তবে ম্যাচের আগে আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না।’

ভারত সফরের আগে বাংলাদেশ দল নিয়ে আলোচনা কম হয়নি। বিশেষ করে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের বাদ পড়ার প্রসঙ্গে এখনো সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। চূড়ান্তু দলে ফাহমিদুল না থাকার পেছনে যে কারণ ভেসে উঠছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাবরেরা। তিনি বলেন, ‘দল হিসেবে আমরা খুবই শক্তিশালী। অনেক ভুল খবর ছড়িয়েছে, কিন্তু দিনশেষে আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে। আমরা জানি কী ঘটেছে, কেন আমরা এখানে আছি। এই ম্যাচ ঘিরেই আমরা মনেযোগী। আমরা সৌদি আরবে খুব ভালোভাবে অনুশীলন করেছি, ঢাকাতেও তাই।’

আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence