২৫ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দিল ইউনিয়ন পরিষদ

০৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
বাইসাইকেল হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বাইসাইকেল হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা © সংগৃহীত

চুয়াডাঙ্গায় নারী শিক্ষাকে উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ২৫ মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সাইকেল বিতরণ করা হয়। লোকাল গভর্নমেন্ট সাপোর্টিং প্রজেক্টের (এলজিএসপি-৩) আওতায় ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন। আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু।

অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) খন্দকার ফরহাদ হোসেন বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। আইলহাস ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী আয়োজন সেই উন্নয়নেরই ধারাবাহিকতা।

অনুষ্ঠানে আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়েছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬