ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না

১০ জানুয়ারি ২০২৬, ১১:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ডেস্কটপ কম্পিউটারের চাহিদা কমে এসেছে, আর তার জায়গা দখল করছে ল্যাপটপ। অফিস, পড়াশোনা বা বিনোদন—প্রায় সব ক্ষেত্রেই ল্যাপটপ এখন অপরিহার্য। সহজে বহনযোগ্য এবং বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় এটি দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ল্যাপটপ দীর্ঘ সময় ভালো রাখতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

চার্জিংয়ের সময় সতর্কতা
ল্যাপটপ ব্যবহার করতে হলে নিয়মিত চার্জ দিতে হয়, কিন্তু সারাক্ষণ চার্জারে লাগিয়ে রাখা ক্ষতিকর। এতে ব্যাটারির ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।

অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলুন
অকাজের অ্যাপ ও ফাইল ল্যাপটপের স্টোরেজ দখল করে এবং সিস্টেমকে ধীর করে। নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করলে ডিভাইস দ্রুত কাজ করবে।

সফটওয়্যার আপডেট করুন
অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো নিয়মিত আপডেট করা উচিত। এতে ল্যাপটপ সুরক্ষিত থাকে এবং স্লো হওয়ার সমস্যা কমে।

ঠিক জায়গায় চার্জ দিন
ল্যাপটপ চার্জে বসানোর সময় টেবিল বা কঠিন সমতল জায়গায় রাখুন। বিছানা বা নরম স্থানে রাখলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয় এবং ডিভাইস গরম হয়ে যেতে পারে।

অজানা ডিভাইস সংযোগ এড়িয়ে চলুন
অজানা ইউএসবি বা চার্জিং ডিভাইস সংযুক্ত করা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একইভাবে ল্যাপটপ থেকে মোবাইল বা পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়াও ব্যাটারির জন্য ক্ষতিকর।

এভাবে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই আপনার ল্যাপটপ দীর্ঘ সময় ভালো অবস্থায় থাকবে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬