পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

০১ নভেম্বর ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৫, ১০:২১ PM
প্যারেন্টিং কনফারেন্সে অতিথি ও উপস্থিতিদের একাংশ

প্যারেন্টিং কনফারেন্সে অতিথি ও উপস্থিতিদের একাংশ © সংগৃহীত ও সম্পাদিত

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে সহস্রাধিক অভিভাবকের অংশগ্রহণে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় অনুষ্ঠান থেকে ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

প্যারেন্টিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ বলেন, সন্তান লালন-পালন কেবল অভিভাবকের দায়িত্ব নয়, এটি এক মহান আমানত। অভিভাবকদের সচেতনতা, ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনাই পারে আগামী প্রজন্মকে আদর্শবান, নৈতিক ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে। সন্তান লালনে সচেতন অভিভাবকত্বই একটি সুন্দর সমাজ ও দেশের ভিত্তি।

বিশেষ অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ বলেন, একটি শিশুর মানসিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান-দু’টির ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। আজকের এই কনফারেন্স আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করবে।

31
আমন্ত্রিত অতিথিরা

তিনি বলেন, বাংলাদেশে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো জরুরি। অভিভাবকদের উচিত সন্তানের প্রতি দায়িত্বশীল থাকা, তাদের সময় দেওয়া, মানসিক চাহিদা বোঝা এবং সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণের সুযোগ করে দেওয়া। পিস স্কুলের মৌলিকত্ব উল্লেখ করে তিনি বলেন, পিস স্কুল মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং কুরআনের ভাষা আরবিতে দক্ষ মানুষ তৈরির পাশাপাশি নৈতিকতা-সমৃদ্ধ মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে।

অন্যান্য বক্তারা বলেন, সমাজ, রাষ্ট্র ও গোটা পৃথিবীর মানবসভ্যতার উন্নয়নে আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব প্রদান করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে। নিজেদের মেন্টরশিপের পাশাপাশি সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করানোও অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

32
উপস্থিত অভিভাবকরা

পিস স্কুল অ্যান্ড কলেজ পাবনা শাখার চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও টেলিভিশন উপস্থাপক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন পাবনা শাখার চেয়ারম্যান পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ইকবাল হুসাইন।

কনফারেন্সে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ওবায়দুল্লাহ তারেক এবং অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ। আয়োজনে আগত অভিভাবক ও অতিথিদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9